খুলনা জিরোপয়েন্ট এলাকা থেকে ৩৯ লাখ টাকার জালনোটসহ এসএম মামুন (৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার দুপরে খুলনা-গোপালগঞ্জ রুটের বাসে ওঠার সময় পুলিশ তাকে গ্রেফতার করে। এসময় তার সাথে থাকা স্কুল ব্যাগে তল্লাশী করে ৩৯ লাখ টাকার জালনোট পাওয়া যায়।
লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবুল খায়ের জানান, স্কুল ব্যাগ নিয়ে বাসে ওঠার সময় ওই ব্যক্তিকে সন্দেহ হলে তাকে তল্লাশী করা হয়। এসময় তার ব্যাগে ১ হাজার টাকার নোটের প্রায় ৩৯ লাখ টাকার জালনোট পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ওই টাকা নিয়ে ঢাকায় যাচ্ছিল বলে জানিয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল