২২ ফেব্রুয়ারি, ২০২০ ১৬:০১

সেই ব্যানার সরিয়ে নিয়েছে ডিএমপি

অনলাইন ডেস্ক

সেই ব্যানার সরিয়ে নিয়েছে ডিএমপি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মুক্তিযুদ্ধে অবদান রাখা বীরশ্রেষ্ঠদের ছবি ভাষা শহীদ হিসেবে ব্যবহার করে ব্যানার টাঙানোর পর তা সরিয়ে নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বীরশ্রেষ্ঠদের ছবি ভাষা শহীদ হিসেবে ব্যবহারের ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। 
ব্যানারটিতে দেখা যায়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০। এর নিচে স্বাধীনতা যুদ্ধে ৭ বীরশ্রেষ্ঠের ছবি। এর নিচে লেখা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। এর নিচে লেখা ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ব্যানারের উপরে ডানকোণে মুজিববর্ষের লোগো এবং বাম পাশে উপরে ও নিচে ডিএমপির লোগো। 

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে ডিএমডির ব্যানারে বীরশ্রেষ্ঠদের ছবি ভাষা শহীদ হিসেবে ব্যবহারের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গতকাল থেকেই বইছে সমালোচনার ঝড়। পরে সমালোচনার মুখে ব্যানারটি সরিয়ে নেওয়া হয়েছে। 
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান  সাংবাদিকদের বলেন, এই ভুল ব্যানার টাঙানো হয়েছিল, তবে সেটি সরিয়ে ফেলা হয়েছে। কিভাবে এই ব্যানারটি তৈরি করা বা টাঙানো হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

বিডি প্রতিদিন/আল আমীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর