ছিনতাইয়ের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। শনিবার ভোরে হাইকোর্ট এলাকা থেকে তাদের আটক করা হয়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি সাংবাদিকদের বলেন, ছিনতাই করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থীকে আটক করা হয়েছে।
আটককৃতরা ক্রিমিনোলজি এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী। তারা মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক ছাত্র।
বিডি প্রতিদিন/আল আমীন