২০১৮ সালের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষায় অংশগ্রহনকারীরা মানববন্ধন করেছেন। প্যানেল গঠন করে নিয়োগের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনায় বরিশালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে 'প্রাথমিক সহকারী শিক্ষক ২০১৮ প্যানেল নিয়োগ চাই' বরিশাল জেলা শাখার ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা ২০১৮ সালের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী সবাইকে প্যানেল গঠন করে নিয়োগের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। প্যানেল করে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হলে বঙ্গবন্ধুর বেকার মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণে আরও একধাপ এগিয়ে যাবে।
বিডি প্রতিদিন/হিমেল