২৭ ফেব্রুয়ারি, ২০২০ ১২:৪৭

সালমান শাহর মৃত্যু মামলায় পিবিআইয়ের প্রতিবেদনের বিষয়ে শুনানি ৩০ মার্চ

অনলাইন ডেস্ক

সালমান শাহর মৃত্যু মামলায় পিবিআইয়ের প্রতিবেদনের বিষয়ে শুনানি ৩০ মার্চ

সালমান শাহ আত্মহত্যা করেছেন মর্মে পিবিআইয়ের প্রতিবেদনের গ্রহণযোগ্যতার বিষয়ে আগামী ৩০ মার্চ শুনানি হবে। বুধবার প্রতিবেদনটি আদালতে উপস্থাপন করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান তাতে ‘দেখিলাম’ লিখে স্বাক্ষর করেন। একইসঙ্গে গ্রতিবেদনের গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানির জন্য মামলার পরবর্তী তারিখ ৩০ মার্চ ধার্য করা হয়েছে। 
বৃহস্পতিবার সিএমএম আদালতে নন জিআর শাখার সাধারণ নিবন্ধন কর্মকর্তা আনিছুর রহমান সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন।

এর আগে ২৫ ফেব্রুয়ারি পিবিআইয়ের প্রতিবেদন আদালতে দাখিল হয়। ওইদিন ঢাকার চিফ  মেট্রোপলিটন মাজিস্ট্রেট আদালতের ডেসপাস শাখায় ৬০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দেন পিবিআইয়ের পরিদর্শক সিরাজুল ইসলাম।
জনপ্রিয়তার শিখরে থাকার সময় ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর বাসা থেকে ঢালিউডের সুপারস্টার সালমান শাহর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলাটি পরে তদন্তের দায়িত্ব পায় পিবিআই। 

বিডি প্রতিদিন/আল আমীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর