খুলনার মহেশ্বরপাশার প্রধান সড়ক কেদারনাথ রোডের পাশে পড়ে আছে আবর্জনা। উন্মুক্ত ডাস্টবিন থেকে আসা উৎকট দুর্গন্ধে নাকাল পথচারীরা।
একজন পথচারী বলেন, দৌলতপুর আলিয়া মাদ্রাসার পাশে ডাস্টবিনটি রাখা হয়েছে। যদিও সিটি করপোরেশনকে অনেক বার বলা হয়েছে যে, আপনারা এখান থেকে এ ডাস্টবিনটি সরিয়ে নিন। কিন্তু তারা সরায়নি।
ডাস্টবিনে সীমানাপ্রাচীর থাকায় স্থানীয় বাসিন্দারা নির্বিঘেœ ময়লা ফেলছেন। ময়লার দুর্গন্ধে পথচারী ও যাত্রীরা দিশেহারা। সারাদিনই বিভিন্ন সময় পাড়া ও মহল্লা থেকে ময়লা ও বর্জ্য পদার্থ প্রধান সড়কের ডাস্টবিনে ফেললেও সেখান থেকে প্রতিদিন সরানো হচ্ছে না এসব আবর্জনা।
এতে স্থানীয়দের খাবারে অনীহা, বমিসহ বেশকিছু অসুখ দেখা দিতে পারে বলে জানিয়েছেন একজন চিকিৎসক। স্থানীয় ভুক্তভোগীরা খুলনা সিটি করপোরেশনকে প্রধান সড়কের পাশ থেকে এই ডাস্টবিন সরিয়ে অন্য কোনো নিরিবিলি স্থানে ঢাকনা যুক্ত ডাস্টবিন স্থাপনের অনুরোধ জানিয়েছেন।
বিডি প্রতিদিন/আল আমীন