বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না। এ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, এ জন্য এ ধরনের ঘটনা বারবার ঘটছে। জনগণের সরকার হলে তারা জনগণের কথা ভাবতো।
বুধবার দুপুরে রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় লাগা আগুনে পুড়ে যাওয়া বস্তিতে পরিদর্শন শেষে এ মন্তব্য করেন বিএনপির মহাসচিব।
এ সময় তিনি আরও বলেন, এ আগুন পরিকল্পিত বলে বস্তির মানুষের অভিযোগ। আমরাও তাই মনে করছি। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহানুভূতি জানান তিনি।
প্রসঙ্গত, বুধবার সকাল ৯টা ৪৫ মিনিটে রাজধানীর মিরপুরের রূপনগরের 'ত' ব্লকের বস্তিতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ২৫ টি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন