করোনাভাইরাস রোধে প্রয়োজনীয় মাস্কসহ বিভিন্ন সামগ্রী অতিরিক্ত মূল্যে বিক্রির ঘটনায় বরিশালে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমানা আফরোজের নেতৃত্বে বুধবার দুপুরে নগরীর কাঠপট্টি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
এ সময় মাস্কসহ হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ডগ্লোভস ও হ্যাক্সিসল অতিরিক্ত মূল্যে বিক্রির বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। সার্জিক্যাল অ্যান্ড সাইন্টেফিক স্টোর্সে ২০ টাকার মাস্ক ৫০ টাকায় বিক্রি এবং দোকানের মেমো না থাকায় ওই দোকান থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও একই অপরাধে একই এলাকার আরও দুটি দোকান থেকে ৪৫ হাজার টাকাসহ মোট ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ওইসব দোকান কর্তৃপক্ষকে সতর্ক করে দেওয়া হয়।
বিডি প্রতিদিন/আল আমীন