বিদ্যুৎ, পানি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আয়োজিত মানববন্ধনে বক্তারা বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর না করে তা প্রত্যাহার করার দাবি জানিয়েছেন।
এ সময় তারা বলেন, বিদ্যুতের আরেক দফা মূল্য বৃদ্ধির ফলে শিল্প উৎপাদন, বিশেষ করে পোশাক খাত ভয়াবহ ক্ষতির মুখে পড়বে। কলকারখানা বন্ধ হয়ে যাবে। বাধাগ্রস্থ হবে অর্থনৈতিক প্রবৃদ্ধি। পাশাপাশি বাড়বে দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম। সাধারণ ভোক্তাদের ওপর আর্থিক চাপ তৈরি হবে। যা জনজীবনের সংকট আরও বৃদ্ধি করবে।
বুধবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর শাখা এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন পার্টির পলিটব্যুরো সদস্য মাহমুদুল হাসান মানিক, কেন্দ্রীয় কমিটির সদস্য তপন দত্ত কুমার চৌধুরী, জাকির হোসেন রাজু, মোস্তফা আলমগীর রতন, মহানগর সম্পাদক মন্ডলির সদস্য জাহাঙ্গির আলম ফজলু, অতুলন দাস আলো প্রমুখ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন