রাজধানীর ফার্মগেট এলাকার বিজ্ঞান কলেজের সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় কামরুল হাসান ফয়সাল ওরফে মোস্তফা (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
পথচারী আবুল কাশেম জানান, মোস্তফা মোটরসাইকেলে একাই ছিলেন। তিনি মোটরসাইকেল চালিয়ে ফার্মগেট বিজ্ঞান কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মোস্তফার খালাতো ভাই মো. ফয়েজ গণমাধ্যমকে জানান, তাদের বাড়ি গাজীপুর টঙ্গীর মরকুন এলাকায়। মোস্তফার বাবার নাম আবুল হোসেন ওরফে আব্দুল আওয়াল।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া গণমাধ্যমকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম