‘সবার জন্য সর্বত্র সুস্থ কিডনি, প্রাথমিক পর্যায়ে রোগ প্রতিরোধ ও চিকিৎসা প্রদান’ স্লোগান নিয়ে বরিশালে পালিত হয়েছে বিশ্ব কিডনি দিবস। এ উপলক্ষে র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় অ্যারিজোনা ডায়ালাইসিস সেন্টারের সামনে বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে সকাল ১১টায় নগরীর বগুড়া রোডে সোনার বাংলা ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে এবং বরিশালের অ্যারিজোনা কিডনি ডায়ালাইসিস সেন্টারের ব্যবস্থাপনায় অ্যারিজোনা ডায়ালসিস সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অ্যারিজোনা কিডনি ডায়ালসিস সেন্টারের অপরেশন ইনচার্জ মো. ইউনুসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ডা. নুসরাত শারমিন, মো. সোহাগ, মোস্তাকিম বিল্লাহসহ অন্যরা।
কিডনি রোগ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে কিডনি দিবসটি পালিত হয়ে আসছে।
সভায় জানানো হয়, বরিশালসহ দক্ষিণাঞ্চলে লক্ষাধিক মানুষ কিডনি রোগে আক্রান্ত। এর মধ্যে গত এক বছরে বরিশাল অ্যারিজোনা ডায়ালাইসিস সেন্টার থেকে পাঁচ শতাধিক কিডনি রোগী সেবা গ্রহণ করেছেন।
বিডি প্রতিদিন/আল আমীন