রাজধানীর মহাখালীতে গ্রীন পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাতে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা কামরুল আহসান বিষয়টি নিশ্চিত করে জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট পাঠানো হয়। তারা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনের সূত্রপাত সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ