কীর্তনখোলা নদীসহ নগরীর খালসমূহ দখল-দূষণ মুক্ত করার দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক নদী কৃত্য দিবস উপলক্ষে শনিবার বেলা ১২টায় কীর্তনখোলা নদী তীরের ডিসি ঘাট এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নদী-খাল-জলধারা রক্ষা সম্মিলিত পর্ষদের আয়োজনে এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলনের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন নদী-খাল-জলধারা রক্ষা সম্মিলিত পর্ষদের উপদেষ্টা রনজিৎ দত্ত।
কীর্তনখোলা নদীসহ নগরীর সকল খাল দখল-দুষনমুক্ত করার দাবি জানিয়ে বক্তৃতা করেন ডা. সৈয়দ হাবিবুর রহমান, কাজী এনায়েত হোসেন শিবলু, রফিকুল ইসলাম ও কাজী মিজানুর রহমান ফিরোজ।
কাজী এনায়েত হোসেন শিবলু বলেন, সারা দেশে নদীর অবৈধ দখল উচ্ছেদ করা হচ্ছে। বরিশাল জেলা প্রশাসন দীর্ঘদিন ধরে শুধু অবৈধ দখলদারদের তালিকাই করছে। এই সুযোগে অবৈধ দখলদাররা ডিসিঘাট এলাকায় অবৈধ ঘাট নির্মাণ করছে। এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। নদীর অবৈধ দখলের বিষয়টি জেলা প্রশাসককে জানিয়ে উচ্ছেদের দাবি জানানো হয়েছে বলে জানান সামাজিক ও পরিবেশ আন্দোলনের নেতারা।
বিডি প্রতিদিন/আল আমীন