বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি প্রথম বর্ষ ফাইনাল পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৯ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ কেন্দ্র্রে অনুষ্ঠিত পরীক্ষায় মোট ৭০৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বী, শরীফ মো. হেলাল উদ্দিন, রুমানা আফরোজ ও জিয়াউর রহমান পরীক্ষার হলে দায়িত্ব পালন করেন।
এ সময় তারা পরীক্ষা হলে অসদুপায় অবলম্বনের দায়ে ৯ জনকে বহিষ্কার করেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজীব আহমেদ এলএলবি পরীক্ষায় ৮ জন বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/আল আমীন