গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ট্রাফিক বিভাগের দুই কনস্টেবলকে চড় মারা সেই যুব মহিলা লীগ নেত্রীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আজ রবিবার দুপুর ১২টার দিকে প্রিজনভ্যানে করে রুহুন নেছা রুনাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়। মহানগর হাজতখানার ইনচার্জ এসআই আব্দুল আলী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গতকাল শনিবার দুপুরে দুই পুলিশ কনস্টেবলকে থাপ্পড় দেওয়ার অপরাধে গাজীপুর মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর রুহুন নেছা রুনাকে আটক করে পুলিশ।
জানা গেছে, গতকাল শনিবার দুপুরে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা দিয়ে গাড়ি নিয়ে উল্টো পথে যাচ্ছিলেন কাউন্সিলর রুহুন নেছা রুনা। এসময় সড়কটিতে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ কনস্টেবল উল্টো পথে যেতে তাকে বাধা দেন। এ সময় তাদের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে রুহুন নেছা রুনা গাড়ি থেকে নেমে ওই দুই পুলিশ কনস্টেবলকে থাপ্পড় দেন।
পরে ঘটনাস্থলের পাশে থাকা অন্য পুলিশ সদস্যরা এগিয়ে এসে কাউন্সিলর রুনাকে আটক করেন। ঘটনার পরই তাকে বাসন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কাউছার চৌধুরী এ খবর নিশ্চিত করেন।
বিডি-প্রতিদিন/শফিক