করোনা সংক্রমন এড়াতে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি এবং বাসদের পক্ষ থেকে দ্বিতীয় দিনের মতো বরিশালের বিভিন্ন শ্রেনীপেশার মানুষের মাঝে করোনা প্রতিরোধক বিভিন্ন উপকরন বিতরণ করা হয়েছে। এসময় রিকসার সিট ও হাতলে জীবানুনাশক স্প্রে ছিটিয়ে দেয়া হয়। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ।
পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের এমপি জাহিদ ফারুক বরিশালে না থাকলেও তার পক্ষে দ্বিতীয় দিনের মতো আজ সোমবারও হ্যান্ড স্যানিটাইজার, গ্লাভস ও মাস্ক বিতরণ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। তৃনমূল পর্যায় পর্যন্ত করোনা প্রতিরোধক এসব সামগ্রী বিতরণ করার কথা জানান তারা। এসময় আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক খান মামুন ও ছাত্রলীগ নেতা জুবায়ের আবদুল্লাহ জিন্নাহসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিকে, দ্বিতীয় দিনের মতো গতকালও নগরীর শ্রমজীবী মানুষের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধক বিভিন্ন উপকরন বিতরণ করে বাসদ। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর সদর রোড সহ বিভিন্ন এলাকা ঘুরে শ্রমজীবী সহ সাধারন মানুষের মধ্যে হ্যান্ডওয়াশ ও মাস্ক বিতরন এবং রিক্সার সিট ও হাতল সহ বিভিন্ন মানুষের ব্যবহার্য্য জিনিসপত্র জীবানুমুক্ত করতে জীবানুনাশক স্প্রে ছিটিয়ে দন বাসদ নেতাকর্মীরা। এ সময় জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে গত রবিবারও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এবং বাসদের পক্ষ থেকে বরিশালে করোনা প্রতিরোধক বিভিন্ন উপকরন বিতরন করা হয়।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ