করোনাভাইরাস বিস্তার প্রতিরোধে আইনজীবীদের স্বেচ্ছাস্বেবী হিসাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরামের (সাল্ফ) প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন আহমেদ সেক্রেটারি ও ডেপুটি এটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান।
সোমাবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এ আহ্বান জানান। এছাড়া আইনজীবীদের জনসম্পকৃক্ত কর্মসূচি এড়িয়ে চলার পরামর্শ দেন।
কোন অপশক্তি যেন করোনা নিয়ে গুজব ছড়াতে না পারে সে বিষয়ে আইনজীবীদের সতর্ক থাকার নির্দেশ দেন সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরামের প্রেসিডেন্ট ও সেক্রেটারি।
নেতৃদ্বয় বলেন, করোনাভাইরাস যেহেতু ছোঁয়াচে, তাই এ ব্যাপারে প্রত্যেকের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত। বিদেশফেরত ব্যক্তিরা অবশ্যই ১৪ দিন বাড়িতে অবস্থান করুন। জ্বর-সর্দি আছে এমন ব্যক্তির কাছ থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করুন। মাস্ক ব্যবহার করুন। যতটা সম্ভব গণপরিবহন এড়িয়ে চলুন, জনসমাগমে যাবেন না, বারবার সাবান দিয়ে হাত ধুয়ে ফেলবেন, স্যানিটাইজার ব্যবহার করবেন। একজন মানুষ নিজের অজান্তেই প্রাণঘাতী করোনাভাইরাসের শিকারে পরিণত হতে পারেন, কাজেই সচেতনতা বৃদ্ধিসহ সবার, বিশেষ করে শিশুদের বিড়াল, কবুতর, কুকুর ইত্যাদি পোষা প্রাণীর সংস্পর্শ থেকে দূরে রাখুন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন