করোনাভাইরাসে দেশে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে রাজধানীবাসীকে রিচার্জ করে মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রাখার অনুরোধ জানিয়েছে ঢাকা পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)।
এক বিজ্ঞপ্তিতে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান জানান, করোনাভাইরাস প্রতিরোধকালীন সময়ে আপনার বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে অগ্রিম ভেন্ডিং বা রিচার্জ করে মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রাখুন। ডিপিডিসি’র সম্মানিত প্রি-পেইড গ্রাহকের কাছে এটা আমাদের অনুরোধ।
সোমবার করোনা ভাইরাস সংক্রমণরোধে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশের সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। এছাড়াও একই সময় পর্যন্ত সারাদেশে গণপরিবহন বন্ধ (লকডাউন) রাখার কথাও জানানো হয়েছে।
এই সময়ে অতি প্রয়োজন ছাড়া সবাইকে বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। একইসঙ্গে সামাজিক দূরত্ব বজায় রাখতে আজ থেকেই মাঠে নেমেছে সশস্ত্রবাহিনীর সদস্যরা।
বিডি প্রতিদিন/হিমেল