গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে করোনোভাইরাসের সংক্রমণ রোধে নানা উপকরণ বিতরণ করা হয়েছে। গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আখতারউজ্জামানের দিকনির্দেশনায় জেলা পরিষদের সদস্যবৃন্দের মাধ্যমে জেলার প্রতিটি ওয়ার্ডের জনসাধারনের মাঝে বিতরণের জন্য ৭ হাজার মাস্ক, ১২ হাজার ৫০০টি হাত ধোয়ার সাবান ও ১০ হাজার করোনোভাইরাস সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
শুক্রবার সকালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জামিল আহমেদ প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রী বিতরণ করেন। এ সময় জেলা পরিষদের সদস্যবৃন্দ করোনোভাইরাস প্রতিরোধ সামগ্রী গ্রহণ করেন। জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এস এম মোকসেদ আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, জেলা পরিষদের সদস্যবৃন্দ করোনোভাইস রোধে প্রতিরোধ সামগ্রী গাজীপুর জেলার প্রতিটি ওয়ার্ডে জনসাধারনের মাঝে বিতরণ করবেন।
বিডি প্রতিদিন/হিমেল