সামাজিক দূরত্ব বজায় রাখতে রাজশাহীতে অ্যাকশনে ছিল আইন-শৃঙ্খলা বাহিনী। শুক্রবার সকাল থেকে নগরীর ও জেলার বিভিন্ন উপজেলায় লাঠিচার্জের পাশাপাশি কান ধরে উঠবস করানো হয়েছে নির্দেশনা ভঙ্গকারীদের। রাজশাহীতে মাস্ক না পড়ে ঘুরে বেড়ানোয় তিন যুবককে কান ধরে উঠবস করায় পুলিশ।
শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় অযথা শহরে ঘুরাঘুরি করা অবস্থায় কয়েকজন যুবককে আটক করে পুলিশ। পুলিশ তাদেরকে বাইরে ঘুরাঘুরির কারণ সম্পর্কে জানতে চাইলে, ওই যুবকরা কোনো সদুত্তর দিতে পারেনি। এ সময় তাদের মুখে মাস্ক পরা ছিল না। প্রশাসনের নির্দেশ অমান্য করে বাইরে মাস্ক ছাড়া অবস্থায় ঘোরাঘুরি করার অপরাধে পুলিশ ওই যুবকদের ধরে কান ধরে উঠবস করার নির্দেশ দেয়। পুলিশের পাশাপাশি র্যাব সদস্যরাও নগরীজুড়ে টহল দিয়ে অযথা ঘোরাঘুরির কারণে লাঠিচার্জ করে। এছাড়া কয়েকজনকে কান ধরে উঠবস করায় তারা।
বিডি-প্রতিদিন/শফিক