বরিশালে জুমার নামাজের মোনাজাতে করোনার কবল থেকে মানবজাতিকে রক্ষায় মহান আল্লাহর কাছে দোয়া করা হয়েছে। শুক্রবার বাদ জুমা মোনাজাতে খতিব ও ইমামগণ করোনা সংকট থেকে মানবজাতিকে রক্ষায় বিশেষ দোয়া কামনা করেন। এ সময় আমিন আমিন ধ্বনি করেন মুসল্লিরা।
এর আগে খুৎবায় করোনা সংক্রমণ এড়াতে স্বাস্থ্য বিভাগের দিকনির্দেশনা মেনে চলার জন্য সকলের প্রতি আহŸান জানানো হয় মসজিদে মসজিদে।
অপরদিকে করোনা থেকে নিজে এবং অপরকে মুক্ত ও সুস্থ রাখতে বরিশালে টহলের পাশাপাশি প্রচারণা চালিয়েছে সেনা বাহিনী। শুক্রবার দুপুরের পর থেকে বরিশাল নগরীর বিভিন্ন স্থানে ঘুরে হ্যান্ড মাইকে নানা সতর্কতামূলক বার্তা প্রচার করেন সেনা সদস্যরা।
বিডি প্রতিদিন/আল আমীন