করোনা প্রতিরোধে খুলনায় দোকানের সামনে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে ‘সুরক্ষা বৃত্ত’ তৈরি করেছে পুলিশ। নগরীর বিভিন্ন স্থানে দোকানের সামনে লাল ও সাদা রঙের এই বৃত্ত একে দেওয়া হয়েছে। এতে নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার সময় নিরাপদ দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, যেসব নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকছে, তার সামনে তিন ফুট দূরত্বে সুরক্ষা বৃত্ত করা হয়েছে। দোকানে পণ্য কেনার সময় কাছাকাছি থেকে যেন কেউ করোনাভাইরাসে আক্রান্ত না হয় সেজন্য এ ব্যবস্থা করা হয়েছে। এই বৃত্তের মাঝে থাকলে নিরাপদ দূরত্বে ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে না।
বিডি প্রতিদিন/হিমেল