করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে মুক্তি পেতে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। শুক্রবার জুমার নামাজের পর করোনা ভাইরাস প্রাদুর্ভাব থেকে মুক্তি পেতে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
জানা যায়, শুক্রবার জুমার নামাজের আগে চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন মসজিদের ওয়াজের মূল বিষয় ছিল করোনাভাইরাস ও মহামারি। এ সময় ইসলামের দৃষ্টিকোণ থেকে মহামারির কারণের বিষয়ে আলোচনা হয়। মসজিদের ইমামরা সবাইকে ঐক্যবদ্ধভাবে করোনাভাইরাস থেকে মুক্তি পেতে কাজ করার আহবান জানান।
নামাজের পর নগরীর আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদ, জমিয়তুল ফালাহ জামে মসজিদ, জামেয়া আহমদিয়া সুন্নীয়া জামে মসজিদ, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী জামে মসজিদ, পটিয়া মাদ্রাসা জামে মসজিদসহ নগরী ও জেলার প্রায় সব মসজিদে করোনাভাইরাস থেকে দেশ ও জনগণকে রক্ষায় মহান আল্লাহর কাছে মোনাজাত করা হয়।
এর আগে বৃহস্পতিবার রাতে নগরী ও জেলার বিভিন্ন এলাকায় রাত দশটায় একই সময়ে আজান দেওয়া হয়। আহলে সুন্নাত মতাদর্শী একটি ছাত্র সংগঠনের ব্যানারে এ কর্মসূচি ঘোষণা করা হলেও তাতে দলমত নির্বিশেষে অনেকে অংশগ্রহণ করেন আজান দেওয়া কর্মসূচিতে।
বিডি প্রতিদিন/আল আমীন