২ এপ্রিল, ২০২০ ১০:৩৪

মিশিগানে হাসপাতালে জায়গা নেই, বাড়ল জরুরি অবস্থার মেয়াদ

অনলাইন ডেস্ক

মিশিগানে হাসপাতালে জায়গা নেই, বাড়ল জরুরি অবস্থার মেয়াদ

যুুক্তরাষ্ট্রে মিশিগানে করোনাভাইরাস আরও মহামারী রূপ ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকায় জরুরি অবস্থার মেয়াদ আরও বাড়িয়েছেন রাজ্যটির গভর্নর। এ অঙ্গরাজ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭৮ জন এবং মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩৭ জন। নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৭১৯ জন এবং মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৩৩৪।

মিশিগানে সমন্বিত স্বাস্থ্যসেবা দানকারী সংস্থা হেনরি ফোর্ড হেলথ সিস্টেম জানিয়েছে, অঙ্গরাজ্যটিতে তাদের ছয়টি হাসপাতালের একটিতে রোগী ধারণক্ষমতা পূরণ হয়ে গেছে।

হেনরি ফোর্ড হেলথ সিস্টেমের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও চিফ ক্লিনিক্যাল অফিসার ডা. আদনান মুনকারা বলেন, আমরা আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) সামর্থ্যে ভারসাম্য রাখার চেষ্টা করছি, প্রয়োজনে রোগীদের স্থানান্তর করছি। আমাদের নিবিড় পরিচর্যা হাসপাতালগুলোর মধ্যে হেনরি ফোর্ড ম্যাকম্ব হাসপাতালের ধারণক্ষমতা পূরণ হয়ে গেছে। আমরা অতিরিক্ত রোগীদের অন্যান্য হাসপাতালে স্থানান্তরের চেষ্টা করছি।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর