করোনাভাইরাস প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা অনুসরণ করে দুই হাজার ৪০০ শ্রমিককে মার্চ মাসের বেতন দিয়েছে ডিজাইনটেক্স লিমিটেড নামের একটি পোশাক কারখানা।
করোনা সংক্রমণের কারণে যখন দেশের অধিকাংশ পোশাক কারখানা বন্ধ এবং শ্রমিকরা বকেয়া বেতন পাবেন কিনা এমন শঙ্কায় রয়েছেন। সে সময় একই দিনে কারখানা চত্বরে শ্রমিকদের নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সু-শৃঙ্খলভাবে দাঁড় করিয়ে গত মাসের পাওনা টাকা শ্রমিকদের বুঝিয়ে দিল পোশাক কারখানাটি।
কারখানা কর্তৃপক্ষ জানায়, সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী ১৪ এপ্রিল পর্যন্ত শ্রমিকদের কারখানা বন্ধ রাখা হবে।
বিডি প্রতিদিন/আরাফাত