রাজধানীর যাত্রাবাড়ীতে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিএনপি। আজ শুক্রবার ৫০ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে যাত্রাবাড়ীতে করোনায় কর্মহীন পরিবারগুলোকে এসব বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল, মুরগি, তেল, আলু, দুধ, চিনি ও সেমাই।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানা বিএনপির সভাপতি ও মহানগর বিএনপি নেতা নবীউল্লাহ নবী। এসময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।
নবীউল্লাহ নবী বলেন, করোনা দুর্যোগে সৃষ্ট সংকটে এখনো মানুষ খুবই খারাপ সময় পার করছে। এর মধ্যে ঈদের মতো উৎসবে তাদের পাশে দাঁড়ানো উচিৎ সবার। কেননা গোটা দেশ এখন বিপর্যস্ত, জাতির এই সংকটময় মুহূর্তে জনগণের দল হিসেবে বিএনপি কাজ করে যাচ্ছে। দলের নেতাকর্মীরা সামর্থ্য অনুযায়ী করোনার শুরু থেকেই মানুষের পাশে ছিল, এখনো আছে। আজ আমরা ঈদ সামেনে রেখে যাত্রাবাড়ীতে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি।
উল্লেখ্য, করোনাভাইরাসকালীন এই দুর্যোগের শুরু থেকেই রাজধানীর অসহায় ও দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছে যাত্রাবাড়ী থানা বিএনপি এর অঙ্গ সংগঠন।
বিডি-প্রতিদিন/শফিক