১৫ জুলাই, ২০২০ ২০:২৩

জন্মশতবর্ষ উপলক্ষে স্বাশিপের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

জন্মশতবর্ষ উপলক্ষে স্বাশিপের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন

মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি হাতে নিয়েছে স্বাধীনতা শিক্ষক পরিষদ-স্বাশিপ। বুধবার রাজধানীর ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাশিপ সাধারণ সম্পাদক ও বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজু।

অধ্যাপক গোলাম সারোয়ার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাশিপ যুগ্ম সম্পাদক সাইদুর রহমান পান্না, কোষাধ্যক্ষ অধ্যক্ষ সলিম উল্লাহ সেলিম, ঢাকা মহানগর (দঃ) স্বাশিপ যুগ্ম সম্পাদক মানিক ভুইয়া, ডেমরা থানা স্বাশিপের সভাপতি সফিকুল ইসলাম প্রমুখ।

অধ্যক্ষ শাহজাহান আলম সাজু বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপনের বিকল্প নেই। মুজিব জন্মশতবর্ষে সমগ্র শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের জোর দাবি জানান তিনি।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর