গাজীপুরের টঙ্গীতে বিভিন্ন এলাকায় বন্যার পানিতে তলিয়ে গেছে বাড়িঘর ও রাস্তাঘাট। এতে করে চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। একদিকে বন্যা অপরদিকে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে এমন অবস্থার সৃষ্টি হয়েছে।
নদ-নদীতে বন্যার পানি বেড়ে গেছে, বৃষ্টির পানি নদীতে সরতে না পেরে টঙ্গী তুরাগ নদের আশ পাশের বাড়িঘর প্রায় ঢুবে গেছে। ফলে পানিবন্দি মানুষের মধ্যে পানি আতঙ্ক বিরাজ করছে।
সরেজমিন ঘুরে জানা যায়, বন্যার পানি তুরাগ নদে প্রবাহিত হওয়ার ফলে নদের আশপাশের বাড়িঘর তলিয়ে গেছে। আবার কিছু কিছু এলাকায় রাস্তা নেই, বাড়ি আছে। সেসব এলাকায় মানুষ ঝুঁকি নিয়ে সাঁকো দিয়ে চলাচল করছে। বন্যাকবলিত এলাকায় মধ্যে টঙ্গী ৪৭নং ওয়ার্ড শিলমুন, মরকুন, মুদাফা, গুটিয়া, দত্তপাড়া, এরশাদ নগর, বনমালাসহ বিভিন্ন এলাকা ঘিরে তুরাগ নদী রয়েছে এসব এলাকা পানিতে তলিয়ে গেছে। এছাড়া বৃষ্টির পানিতে টঙ্গী স্টেশনরোড, পূর্ব থানা গেট, টঙ্গী সরকারি হাসপাতাল গেট, কলেজ গেট, আরিচপুরসহ বিভিন্ন এলাকা জলাবদ্ধার সৃষ্টি হয়ে মানুষের চলচলা অনুপযোগী হয়ে পড়েছে।
টঙ্গী বাজার এলাকার স্থানীয় বাসিন্দা ব্যবসায়ী ফয়সাল আহমেদ সজীব বলেন, একদিকে বন্যার পানি আরেক দিকে বৃষ্টির পানি রাস্তাঘাটের বেহাল দশা-এতে করে মানুষের দুর্ভোগের শেষ নেই।
শিলমুন এলাকার পানিবন্দি জাহানারা বেগম বলেন, বন্যার পানিতে আমাদের বাড়ি তলিয়ে গেছে, তাছাড়া রাস্তাও নেই। বর্তমানে সাঁকো দিয়ে পার হচ্ছি। সাঁকো তলিয়ে গেলে চলাচল বন্ধ হয়ে যাবে।
স্থানীয় ৪৭ নং ওয়ার্ড কাউন্সিলর সাদেক আলী বলেন, যেসব বাড়িঘরের রাস্তাঘাট নেই, সেসব রাস্তা করার চেষ্টা চলছে।
সিটি মেয়র জাহাঙ্গীর আলম বলেন, বন্যার পানি এটা প্রাকৃতিক দুর্যোগ, নদের পানি কমলে তুরাগ নদের আশপাশের মানুষের সমস্যা থাকবে না।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন