স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আমরা আজ স্বাধীন বাংলাদেশের নাগরিক। যিনি এই স্বাধীন ও সার্বভৌম দেশ, লাল-সবুজ পতাকা দিয়ে গেছেন তিনি হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছেন অদম্য সাহস নিয়ে।
ঢাকা থেকে ভিডিও কনফারেন্সর মাধ্যমে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত ‘দোয়া ও আলোচনা সভায়’ তিনি এসব কথা বলেন। সংসদের গণসংযোগ বিভাগ জানায়, আজ রংপুরের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সর মাধ্যমে বক্তব্য রাখেন।
শিরীন শারমিন চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে গভীরভাবে ভালোবাসতেন বলেই এ জাতির অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন তাঁর ছায়াসঙ্গী। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও বেগম মুজিব, তাদের দুই পুত্র, দুই পুত্রবধূ ও শিশু শেখ রাসেলকে নির্মমভাবে হত্যা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজিজুর রহমান রানা। সভা শেষে হাফেজ রফিকুল দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতা ও গণমাধ্যমকর্মীরা এতে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল