টিউশন ফি দিতে না পারা মাস্টারমাইন্ড স্কুলের কোনো শিক্ষার্থীকে অনলাইন ক্লাস থেকে বঞ্চিত না করা সংক্রান্ত আবেদন নিষ্পত্তির জন্য আদেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে আদালত ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যানকে দুই সপ্তাহের মধ্যে আবেদনটি নিষ্পত্তির জন্য বলেছেন।
অভিভাবকদের করা রিটের শুনানি নিয়ে সোমবার (১৭ আগস্ট) হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সাইফুজ্জামান তুহিন।
আইনজীবী সাইফুজ্জামান তুহিন জানান, বোর্ড কর্তৃপক্ষও আবেদনটি নিষ্পত্তি করেনি। এ কারণে অভিভাবকদের পক্ষে মাসুদ খান এ রিট আবেদন করেন। আদালত ১৯ জুলাইয়ে করা আবেদনটি নিষ্পত্তি করতে দুই সপ্তাহ সময় বেধে দেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন