২১ সেপ্টেম্বর, ২০২০ ১৪:৪৯

তালবীজ বপন বাড়াতে বরিশালে ‘তাল উৎসব’

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

তালবীজ বপন বাড়াতে বরিশালে ‘তাল উৎসব’

বিজ্ঞানে তালগাছ বজ্রনিরোধক বলে ব্যাখ্যা দেয়ার পর সারা দেশে তালবীজ বপনের হিরিক পড়েছে। বরিশাল জেলা প্রশাসন ১০ উপজেলায় ১ লাখ তালবীজ বপন কর্মসূচী শুরু করেছে। এবার তালবীজ বপন ও তালের ব্যবহার বাড়াতে জনগণকে উদ্বুদ্ধ করতে এক ব্যতিক্রমী ‘তাল উৎসবের’ আয়োজন করেছে বরিশালের বাকেরগঞ্জের দেড়শ’ বছরের পুরনো কলসকাঠী বিএম একাডেমী। 

সোমবার সকালে স্কুল ক্যাম্পাসে আয়োজিত ‘তাল উৎসব’কে দুই ভাবে উপস্থাপন করা হয়। একদিকে ছিলো গ্রামীন নারীদের হাতে তৈরী ‘তাল পুলি, কেক, মালপোয়া, তালপোয়া, পাটিশাপটা, তাল মালাই, তালের বড়া, তাল ফোপড়া, তাল ফাঁপাসহ নানা রকম পিঠা। 

অন্যদিকে ছিলো তাল বীজ ও তালগাছ সম্পর্কিত প্রদর্শনী এবং তালের ইতিহাস, দেশ-বিদেশে তালগাছের নানা অজানা কথা, তালগাছ নিয়ে লেখা গল্প, কবিতা ও ছড়া। এতদিন কিভাবে তালগাছ মানুষের কাজে লেগে আসছে এবং আগামীতেও তালগাছ কিভাবে মানুষের জীবন-জীবিকাকে আরও সমৃদ্ধ করতে পারে সেসব আলোচনা স্থান পায় ‘তাল উৎসবে’। অনুষ্ঠানে স্কুলের খুদে শিক্ষার্থীরা নানা ধরনের তালপাতার পাখা তৈরি করে। 

সকাল সাড়ে ১০টায় স্কুল প্রাঙ্গনে ‘তাল উৎসবের’ উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। বিএম একাডেমী পরিচালনা পর্যদের সভাপতি  রফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা মাধবী রায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা আকমল হোসেন, বাকেরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আকরাম হোসেন, কলসকাঠী বিএম একাডেমীর প্রধান শিক্ষক দীপক কুমার পাল, জেলা প্রশাসনের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ, বাকেরগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচএম জাফর আহমেদ, কলসকাঠী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু তরুণ কুমার গাঙ্গুলী, জনতা ব্যাংক কলসকাঠির শাখা ব্যবস্থাপক শাহানুর আজিজ ও গ্রামীণ ব্যাংক অলংকার শাখা ব্যবস্থাপক ফজলুর রহমান। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর