সাভারের আশুলিয়ায় পোশাক শ্রমিক গুলিবিদ্ধের ঘটনায় ফরহাদ হোসেন সোহাগ (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফজর আলী বিষয়টি নিশ্চিত করেন।
সোমবার রাতে আশুলিয়া বাইপাইলের চারালপাড়া এলাকা থেকে ফরহাদকে আটক করা হয়। তিনি একই এলাকার হরমুজ আলীর ছেলে।
এর আগে রবিবার রাত ১০টার দিকে আশুলিয়ায় আড়িয়ার মোড় চারালপাড়া এলাকায় পোশাক শ্রমিকদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় নুর আলম নামে এক পোশাক শ্রমিক পায়ে গুলিবিদ্ধ হন এবং ছুরিকাঘাতে আহত হন আরও চারজন। তারা হলেন- সাকিব, সাকিল, হাবিব ও সোলেমান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন