এক অন্য রকম আয়োজনের মধ্যে দিয়ে বিদায় জানানো হয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার খন্দকার লুৎফুল কবিরকে।
রবিবার বিদায়ের পূর্ব মুহূর্তে পুলিশ কমিশনারকে প্রথাগত গার্ড অব অনার দেওয়া হয়। এরপর নানা ফুলে সুসজ্জিত গাড়িতে ফুলের রশি বেঁধে তাকে খালিশপুর মেট্রোভবন থেকে বিদায় জানানো হয়।
এ সময় সদ্য যোগদানকৃত পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা-সহ কেএমপি’র বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, খুলনা মেট্রোপলিটন পুলিশের বিদায়ী পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবিরকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। জানা যায়, কর্মস্থলে গত দেড় বছরে তিনি অনেক সুনাম কুড়িয়েছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন