২৯ সেপ্টেম্বর, ২০২০ ০২:৪৮

রাজধানীতে ‘অজ্ঞান পার্টির খপ্পরে’ মাদকের ইন্সপেক্টর!

অনলাইন ডেস্ক

রাজধানীতে ‘অজ্ঞান পার্টির খপ্পরে’ মাদকের ইন্সপেক্টর!

প্রতীকী ছবি

‘অজ্ঞান পাটির খপ্পরে’ পড়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরের ঢাকা বিভাগের গোয়েন্দা শাখায় (পরিদর্শক গেন্ডারিয়া) কর্মরত এক কর্মকর্তা। ভুক্তভোগী হেলাল উদ্দিন ভুঁইয়াকে (৪৮) অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার সকালে পল্টন এলাকায় তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মতিঝিল জোনের পরিদর্শক সুমনুর রহমান গণমাধ্যমকে জানান, হেলাল উদ্দিন ভুইঁয়া বাস থেকে নামার পর তিনি পড়ে গিয়ে অচেতন হয়ে যান। তার কোমড়ে ওয়ারলেস সেট থাকায় পথচারীরা তাকে পুলিশের লোক মনে করে প্রথমে ট্রাফিক বক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয়।

পরে খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরের কর্মকর্তারা গিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকদের ধারণা, তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন। একারণে তার পাকস্থলী ওয়াস করা হয়। বর্তমানে তাকে ঢাকা মেডিকেলের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে (আইসিইউ) রাখা হয়েছে, প্রকৃত ঘটনা সুস্থ হলে জানা যাবে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর