নারায়ণগঞ্জের ফতুল্লায় ধর্ষণের অভিযোগে শ্রমিক লীগ নেতার ভাতিজা কিশোর গ্যাং লিডার সানি (১৮)-কে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণের শিকার হওয়া কিশোরী স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।
সোমবার (২৬ অক্টোবর) তাকে শিয়াচর তক্কারমাঠ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ। গ্রেফতার সানী ফতুল্লা থানার শিয়াচর গনি হাজী বাড়ীর মোড় এলাকার আক্কাস আলীর ছেলে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্ত ধর্ষক সানীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ