ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম জানিয়েছেন, ইংরেজি নববর্ষ উপলক্ষে নগরীতে থার্টিফার্স্ট উদযাপনে জনসমাবেশ বা একসঙ্গে সমবেত হয়ে কোথাও কোনো অনুষ্ঠান হচ্ছে না। পুরো শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে থার্টিফার্স্ট উপলক্ষে গুলশান-২ এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।
এসময় সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে কমিশনার বলেন, আমরা জীবনের সবচেয়ে দুরূহ সময় পার করছি। এটা একসময় থাকবে না। করোনায় বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ থাকাতে নববর্ষ উদযাপনে যুবকদের উপস্থিতি দেখা যাচ্ছে না। হোটেলগুলোতে ছোটখাটো অনুষ্ঠান হচ্ছে। পুরো শহর ব্যাপী ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। আইন-শৃঙ্খলা নিয়ে কোনো সংশয় নেই, কোনো হুমকিও নেই।
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ