বেড়াতে আসা মানুষদের হয়রানির অভিযোগে রাজধানীর হাতিরঝিল লেক ও আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার আরও ৫২ জনকে আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার ওসি আবদুর রশীদ বলেন, আজ (মঙ্গলবার) বিকাল ৪টা থেকে রাত আটটা পর্যন্ত অভিযান চালিয়ে ৫২ কিশোরকে আটক করা হয়েছে।
গত ২৬ জানুয়ারি থেকে শুরু হওয়া এই অভিযানে এ পর্যন্ত দেড় শতাধিক কিশোরকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
এর আগে গেল সোমবার বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত অভিযান চালিয়ে ৩১ জনকে আটক করা হয় বলে জানান পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা। তাদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে গণউপদ্রব ও অহেতুক হৈচৈ করার অপরাধে ডিএমপি অর্ডিন্যান্স অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদের শর্তসাপেক্ষে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/হিমেল