ভালোবাসা দিবস উপলক্ষ্যে সিদ্ধিরগঞ্জে পথশিশুদের সাথে ভালবাসা বিনিময় করলো সিদ্বিরগঞ্জ থানা প্রেসক্লাব ও স্ট্রিটস চাইল্ড। সিদ্বিরগঞ্জের চিটাগাংরোডের তাজমহল চাইনিজ রেষ্টুরেন্টে পথশিশুদের মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়।
ভোজ শেষে সমাজের সুবিধাবঞ্চিত এই শিশুদের উপহার হিসেবে নতুন পোশাক দেওয়া হয়। এদিকে অনুষ্ঠানের শুরুতেই স্ট্রিটস চাইল্ড'র সৌজন্যে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেয় সিদ্বিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সাংবাদিকরা। নেচে গেয়ে সুবিধাবঞ্চিত শিশুরা দিনটি কাটিয়েছে তাদের মনের মত আনন্দ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ্। প্রধান অতিথিকে পথশিশুরা ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। এরপর তিনি সাংবাদিকদের সাথে নিজ হাতে খাবার বেড়ে দেন পথ শিশুদের।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের সাংবাদিকরা পথশিশুদের সাথে ভালোবাসা দিবস উদযাপন করছে। পথশিশুদের প্রতি তাদের মমত্ববোধ আমাদের অনুপ্রাণিত করে। আমি মনে করি রাষ্ট্রের পাশাপাশি ব্যক্তি প্রতিষ্ঠান যদি পথশিশুদের পাশে দাঁড়ায় তাহলে তারা আগামী দিনের যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠবে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সভাপতি হোসেন চিশতী সিপলু বলেন, ভালোবাসা দিবস বলতে আমরা প্রেমিক-প্রেমিকাদের ভালোবাসাকে বুঝি। আসলে সত্যিকারের ভালোবাসা তা নয় বলে আমি মনে করি। কেননা ভালোবাসা সর্বজনীন। সেই নিরীখে আমরা গত ৩ বছর যাবত সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ভালোবাসা দিবস পালন করছি। তিনি আরো বলেন, এতে যদি পথশিশুরা আনন্দিত হয়, তাহলে আমাদের এ উদ্যোগ সার্থক হবে বলে মনে করি আমি।
বিডি প্রতিদিন/হিমেল