বিসিএস (পরিসংখ্যান) ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে বিবিএস-এর উপমহাপরিচালক ঘোষ সুবব্রত এবং সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় উপপরিচালক মহিউদ্দিন আহমেদ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
শনিবার রাজধানী আগারগাঁওয়ের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) অডিটোরিয়ামে বিসিএস (পরিসংখ্যান) ক্যাডার অ্যাসোসিয়েশনের সাধারণ নির্বাচন-২০২১ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ভোটাররা সরাসরি ভোটদানের পাশাপাশি প্রথম বারের মতো অনলাইনেও ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনের মাধ্যমে ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটির সহ-সভাপতি পদে যুগ্মপরিচালক আমজাদ হোসেন ও রফিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক উপপরিচালক মোবারক হোসেন ও আরিফ হোসেন। এছাড়া সাংগাঠনিক সম্পাদক উপপরিচালক নাজমুল হক, অর্থ সম্পাদক হয়েছেন উপপরিচালক মোহাম্মদ সেলিম সরকার।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, নয়ন কান্তি রায়, পরিসংখ্যান কর্মকর্তা (সহ-সাংগঠনিক সম্পাদক)। মোহাম্মদ কামাল হোসেন, পরিসংখ্যান কর্মকর্তা, প্রচার ও প্রকাশনা সম্পাদক। স্বপন কুমার, পরিসংখ্যান কর্মকর্তা, দফতর ও আইন বিষয়ক সম্পাদক। মুহাম্মদ আরিফুল ইসলাম, উপপরিচালক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। আকলিমা খাতুন, উপপরিচালক, শিক্ষা, সংস্কৃতি ও গবেষণা সম্পাদক। জাহিদ হাসান, উপপরিচালক, নির্বাহী সদস্য। সালমা হাসনায়েন, যুগ্মপরিচালক, নির্বাহী সদস্য, মো. গোলাম মোস্তফা, যুগ্মপরিচালক, নির্বাহী সদস্য, প্রণব পাল, পরিসংখ্যান কর্মকর্তা, নির্বাহী সদস্য। রেশমা জেসমিন, উপপরিচালক, নির্বাহী সদস্য, নাঈমা রহমান, পরিসংখ্যান কর্মকর্তা, নির্বাহী সদস্য। ফারহানা সুলতানা, উপপরিচালক, নির্বাহী সদস্য। মো. আব্দুর রাজ্জাক, পরিসংখ্যান কর্মকর্তা, নির্বাহী সদস্য।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন