রাজধানীর কদমতলী থানাধীন জুরাইন কলেজ রোড এলাকায় গত ১০ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাকির হোসেন (৫২) নামক এক ব্যক্তিকে পেটে ছুরিকাঘাত ও পায়ের রগ কেটে হত্যা করেন সন্ত্রাসীরা। সেইসঙ্গে সেখানে থাকা মো. মজিবর রহমান মোহন (৩৩) নামের আরেক ব্যক্তিকে গুরুতর আহত করে ঘটনাস্থলে রেখে পালিয়ে যান তারা।
এ ঘটনায় ডিএমপির কদমতলী থানায় মামলা করা হয়। পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় গোয়েন্দা পুলিশের ওয়ারী বিভাগের ডেমরা জোনাল টিম অভিযানে নামে। তারা ঢাকা মহানগর ও আশপাশ এলাকায় ব্যাপক অভিযান পরিচালনা করে পলাতক সাত আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতাররা হলেন মো. শুক্কুর (২৭), মো. নুরুল ইসলাম স্বপন (২৫), মো. রতন সোলাইমান (রেম্বো) (২৩), মো. শফিকুর রহমান দিপু (৩০), ফাহিম হাসান তানভীর (লাদেন) (১৯), মো. তরিকুল ইসলাম তারেক (২৯), মো. মাসুদ পারভেজ (২৩)।
মামলার ঘটনার সাথে জড়িত অন্যান্য সহযোগী আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
পুলিশ বলেছে, ‘গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন যে, তারা একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্য। এলাকায় তাদের আধিপত্য বিস্তার করার জন্য তারা মো. জাকির হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে, হত্যা করেন। আর মো. মজিবর রহমান মোহনকে গুরুতর জখম করে, ঘটনাস্থল হতে পালিয়ে যান।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ