গত ৮ দিনে বরিশালে করোনা প্রতিরোধক টিকা নিয়েছেন ৫০ হাজার ৪৮০ জন ব্যক্তি। এর মধ্যে সোমবার অষ্টম দিনে নগরীসহ বিভাগের ৬ জেলায় মোট ১২ হাজার ১৩১ জন টিকা নিয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য অফিস জানিয়েছে, সোমবার অষ্টম দিনে বরিশাল নগরীতে ৮৬০ জন, বরিশাল জেলায় ১ হাজার ৮৩৩ জন, পটুয়াখালীতে ২ হাজার ৪১৫ জন, ভোলায় ২ হাজার ৮২৫ জন, পিরোজপুরে ২ হাজার ৩৩ জন, বরগুনায় ১ হাজার ১৪৬ এবং ঝালকাঠি জেলায় টিকা নিয়েছেন ১ হাজার ১৯ জন।
তবে টিকা নেওয়া ব্যক্তিদের মধ্যে এখন পর্যন্ত কারও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। সবাই সুস্থ আছেন বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।
গত ৭ ফেব্রুয়ারি প্রথম দিন বরিশাল নগরী ও বিভাগের ৬ জেলায় টিকা নিয়েছেন ১ হাজার ৪১২ জন।
বিডি প্রতিদিন/এমআই