রাজশাহী মহানগরীর নিউ মার্কেট এলাকায় ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে মার্কেটের জমি দখল করতে হামলার অভিযোগ উঠেছে। ১৯৮৫ সালে কেনা মার্কেটের পজিশন ভাড়া নিয়মিত পরিশোধ করছেন। তারপরেও জমির দখল নিতে হামলা চালানো হয়েছে।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন মার্কেটের পজিশন মালিক আহম্মদ হোসেন মামুন, জামাল হোসেন, মো. ফারুক উদ্দীন ও এনাম আহম্মেদ চৌধুরী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আহম্মদ হোসেন মামুন। তিনি অভিযোগ করেন, ১৯৮৫ সালে নগরীর নিউ মার্কেট সংলগ্ন ফজলার রহমান সুপার মার্কেটটি মূল মালিকের কাছ থেকে কিনে নেন তারা। এরপর থেকে ভাড়াও পরিশোধ করে আসছিলেন। কিন্তু সম্প্রতি ভাড়াটে সন্ত্রাসী দিয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। এ ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় জিডি করলেও কোনো নিরাপত্তা পাননি তারা।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ বলেন, দুইপক্ষকে নিয়ে থানায় বসে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়েছে। তবে জমিজমা সংক্রান্ত বিষয়ে আদালতের নির্দেশ পেলে পুলিশ ব্যবস্থা নেবে।
বিডি প্রতিদিন/আবু জাফর