বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রীকে স্মরণ করিয়ে দিতে চাই, আপনাকে প্রস্তুত থাকতে হবে। শাজাহান খান শুধু খেতাব নয়, আপনার জীবনের জন্যও হুমকি হতে পারেন।
আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি।
শাজাহান খানকে উদ্দেশ্য করে রিজভী আরও বলেন, ‘যদি একটা পটপরিবর্তন ঘটে, এদের ভূমিকা কী হবে জানি না। কারণ ১৯৭২ থেকে ৭৫ সময়কালে আওয়ামী লীগের লোকজনদের খুঁজে খুঁজে মেরেছে এই শাহজাহান। কারণ তিনি একজন গণবাহিনীর নেতা ছিলেন। মাদারীপুরে জাসদের নেতা ছিলেন।’
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, আপনাদের মনে আছে, পরিবহনের বাস যখন মানুষ চাপা দিয়ে মারে তখন সেটাকে তিনি (শাজাহান খান) ‘বৈধ’ মনে করেন। পরিবহনের বাস শিশুদের থেঁতলে দিয়ে যায়, আর তিনি হাসতে হাসতে বলেন ‘এগুলো কিছুই না’।
বিডি-প্রতিদিন/শফিক