রাজধানীর দারুসসালামে আক্তার হোসেন (৪৭) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে থানার বাগবাড়ি এলাকার এক বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
দারুসসালাম থানার উপপরিদর্শক (এসআই) সুলতান মাহমুদ শাকিল গণমাধ্যমকে জানান, নিহত আক্তার হোসেন ওই বাসার নিচ তলায় একটি কক্ষে একাই থাকতেন। অনেক আগেই স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। নিহতর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ভারি কোনো বস্তু দিয়ে তাকে আঘাত করে হত্যা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক