রাজধানীর খিলগাঁও খিদমাহ হাসপাতালের সামনের ফুটপাত থেকে কাজী সালাউদ্দিন মাসুম (৫৫) নামে এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সকালের দিকে খিলগাঁও থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
গোপালগঞ্জ মুকসুদপুর উপজেলার বোয়ালিয়া গ্রামে বাড়ি সালাউদ্দিনের। এক ছেলে ও এক মেয়েসহ পরিবার নিয়ে খিলগাঁও মেরাদিয়া কমিশনার গলিতে থাকতেন তিনি।
খিলগাঁও থানার পরিদশর্ক (তদন্ত) সুজিত কুমার সাহা জানান, খিলগাঁও চৌরাস্তায় কয়েকটি দোকানে নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করেন সালাউদ্দিন। ডিউটির স্থান থেকে আধ কিলোমিটার দূরে খিদমা হাসপাতালের সামনের ফুটপাত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার মুখমণ্ডলসহ মাথায় ও কানে আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে মঙ্গলবার (৯ মার্চ) দিনগত রাত সাড়ে ৩টা থেকে ভোর ৬টার মধ্যে দুষ্কৃতকারীরা নিরাপত্তাকর্মী সালাউদ্দিনকে খুন করে খিদমা হাসপাতালের সামনে ফেলে গেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
বিডি প্রতিদিন/হিমেল