রাজশাহী মেট্রোপলিটন এলাকার ১২টি থানার নিরাপত্তার স্বার্থে এলএমজি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আরএমপি'র সব থানায় গতকাল রবিবার বিকেলে এলএমজি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি ও থানার নিরাপত্তার কথা ভেবে এই চেকপোস্ট বসানো হয়েছে। মূলত কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এমন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ