১৩ এপ্রিল, ২০২১ ১৬:৩০

মশা নিয়ন্ত্রণে জলাশয়ে ব্যাঙ ছাড়লো মসিক

ময়মনসিংহ প্রতিনিধি:

মশা নিয়ন্ত্রণে জলাশয়ে ব্যাঙ ছাড়লো মসিক

ডেঙ্গু প্রতিরোধ ও জৈবিকভাবে মশা নিয়ন্ত্রণে নগরীর কয়েকটি ড্রেন, খাল ও জলাশয়ে ব্যাঙ অবমুক্ত করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। মঙ্গলবার দুপুরে নগর ভবন এলাকায় প্রাথমিকভাবে পরীক্ষামূলক প্রকল্প হিসেবে কয়েকটি জলাশয়ে দুই হাজার ব্যাঙ অবমুক্ত করেন সিটি মেয়র ইকরামুল হক টিটু। 

এসময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, প্যানেল মেয়র আসিফ হোসেন ডনসহ সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

মেয়র জানান, এই ব্যাঙ পর্যায়ক্রমে জলাশয়গুলোতে বংশবিস্তার করবে এবং মশার লার্ভা খেয়ে তারা মশার বিস্তার ঠেকাতে সহায়ক ভূমিকা পালন করবে। আর যেসব জলাধারে কিছুটা গভীরতা পাওয়া যাবে সেখানে মশার লার্ভা খেকো মাছ ছাড়া হবে। এছাড়াও যেসব জলাশয়ে হাঁস চাষের সুযোগ রয়েছে সেখানে মশক নিধনে হাঁস চাষেরও ব্যবস্থা নেওয়া হবে।

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর