১৩ এপ্রিল, ২০২১ ২১:১৭

গাজীপুরে মাস্ক না পরায় জরিমানা

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে মাস্ক না পরায় জরিমানা

স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

গাজীপুরে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। এসময় স্বাস্থ্যবিধি না মানায় ছয়জনকে ৬ হাজার ৫৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইল ও মীরের বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজা জেসমিন।

অহেতুক ঘোরাঘুরি বন্ধকরণ ও মাস্ক পরিধানের ওপর জোর প্রচারণা চালানো হয়। এসময় মাস্কবিহীন বাইরে ঘোরাঘুরির জন্য ছয়জনকে ৬টি মামলায় ৬ হাজার ৫৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সহায়তা করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যরা।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর