গাজীপুরে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। এসময় স্বাস্থ্যবিধি না মানায় ছয়জনকে ৬ হাজার ৫৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইল ও মীরের বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজা জেসমিন।
অহেতুক ঘোরাঘুরি বন্ধকরণ ও মাস্ক পরিধানের ওপর জোর প্রচারণা চালানো হয়। এসময় মাস্কবিহীন বাইরে ঘোরাঘুরির জন্য ছয়জনকে ৬টি মামলায় ৬ হাজার ৫৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সহায়তা করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যরা।
বিডি প্রতিদিন/এমআই