রাজধানীর মগবাজার এলাকা থেকে গ্রেফতার ইমাম হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। এর আগে তিন হাজার পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার পুলিশ।
আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার রিমান্ডের এই আদেশ দেন।
মঙ্গলবার তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে রমনা থানা পুলিশ। সেই আবেদনের প্রেক্ষিতে বিচারক তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সোমবার সন্ধ্যা সাতটার দিকে মগবাজারের কমিউনিটি ক্লিনিক হাসপাতাল এলাকার রেলগেটের কাছে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে তার বিরুদ্ধে রমনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর