২৩ এপ্রিল, ২০২১ ২১:৫৭

অনুমতি ছাড়া কেমিক্যালের ব্যবসা করা নিয়ে প্রশ্ন মেয়র তাপসের

অনলাইন ডেস্ক

অনুমতি ছাড়া কেমিক্যালের ব্যবসা করা নিয়ে প্রশ্ন মেয়র তাপসের

শেখ ফজলে নূর তাপস (ফাইল ছবি)

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস হাজী মুসা ম্যানসনের আগুনের ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন। তিনি এত নজরদারির মধ্যে কীভাবে অবৈধ রাসায়নিক দ্রব্যাদি মজুদ ও অবৈধ ব্যবসা পরিচালিত হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন। 

আজ শুক্রবার গণমাধ্যমের সাথে আলাপকালে একথা বলেন তিনি। মেয়র বলেন, ‘আমি অবাক হই, সিটি করপোরেশন থেকে কোনোধরনের বাণিজ্যিক অনুমতি ছাড়াই কীভাবে তারা এই রাসায়নিক দ্রব্যদি আমদানি করে, কীভাবে গুদামজাত করে এবং কীভাবে ব্যবসা করে। খুবই অবাক কাণ্ড। কর্তৃপক্ষ যতোক্ষণ না পর্যন্ত দায়িত্ব নিয়ে কাজ করবে ততোক্ষণ পর্যন্ত সমস্যা রয়ে যাবে।’

তাপস আরও বলেন, ‘চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের পর থেকে আমরা কিন্তু সম্পূর্ণরূপে কার্যক্রম পরিচালনার ট্রেড লাইসেন্স বন্ধ করে দিই। এ কারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ব্যাপক রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে আমরা আটুট থাকি।’

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর